বৃহস্পতিবার, জানুয়ারি ৯ ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি

পুরাতন ফোনে জিমেইলসহ গুগলের সেবা বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তারও পূর্বের সংস্করণে ফোনে সাইন-ইন সুবিধা বাতিল করছে গুগল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। এক ইমেইলে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনডিটিভি।

 

সেপ্টেম্বরের পরে ঐসব ফোন ব্যবহার করতে চাইলে ফোনটি অন্ততপক্ষে অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্বে আপডেট করার অনুরোধ জানিয়েছে গুগল। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সিস্টেম এবং অ্যাপ-লেভেল সাইন-ইনে প্রভাব পড়বে। ফলে ব্যবহারকারীরা জিমেইল, গুগল সার্চ, গুগল ড্রাইভ, ইউটিউব এবং গুগলের অন্য সেবা ব্যবহার করতে পারবে না। তবে ফোনের ব্রাউজার দিয়ে ঐসব সেবা ব্যবহার করা যাবে।

 

২৭ সেপ্টেম্বর থেকে যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা পূর্বের সংস্করণ থাকবে যেকোনো গুগল অ্যাপে সাইন-ইন করতে গেলে সেগুলোতে ‘ইউজারনেইম অর পাসওয়ার্ড এরর’ দেখাবে। ফলে তুলনামূলক স্বল্পসংখ্যক হলেও ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়বেন। হয় তাদেরকে সফটওয়্যার আপডেট করতে হবে নতুবা ফোনটি পাল্টাতে হবে। যেহেতু ফোনগুলো বেশ পুরাতন সেহেতু অধিকাংশ ক্ষেত্রে এগুলোর সফটওয়্যার আপডেট নাও হতে পারে।

মূলত গ্রাহকদের ডেটা সুরক্ষা দিতে ও নতুন সংস্করণের অ্যান্ড্রয়েডে বেশি সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১  আগস্ট ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন