নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের মুঠোফোনের নাম্বার ক্লোন করে বিভিন্ন জনপ্রতিনিধিদের নিকট চাঁদা দাবি করেছেন একটি প্রতারক চক্র।বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইউএনও’র মোবাইল ফোন ক্লোন করে ৬ নম্বর পীরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম ও ৩ নম্বর খনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান কাউসার আলী ডাবলুসহ একাধিক মানুষকে প্রকল্প দেয়ার নামে টাকা দাবি করে। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা মোবাইলের লাইন বিচ্ছিন্ন করে আবার সেই মোবাইল নাম্বারে কল দিয়ে নিশ্চিত হউন যে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে।
এ বিষয়ে পীরগঞ্জ ইউএনও রেজাউল করিম বলেন, আমার নাম্বার ক্লোন করা হয়েছিল। আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।
(সাইবারবার্তা.কম/আইআই/১৫ জুলাই ২০২১)