সাইবারবার্তা ডেস্ক:সম্প্রতি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি ইস্যুতে অনেকেই টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপে ঝুঁকেছেন। যদিও এর আগেও প্রাইভেসি রক্ষার কারণে টেলিগ্রামের জনপ্রিয়তা ছিলো বেশ। তবে গতমাসে বিশ্বব্যাপী টেলিগ্রামের গ্রাহক বেড়েছে প্রত্যাশাতীতভাবে।
টেলিগ্রামের দারুন একটি ফিচার হলো সাইলেন্ট মেসেজ ফিচার। এর মাধ্যমে নোটিফিকেশন ছাড়াই মেসেজ পাঠানো যায়। অর্থাৎ আপনি কাউকে সাইলেন্ট মেসেজ পাঠালে প্রাপক তার ডিভাইসে কোনো নোটিফিকেশন পাবেন না। এটি গভীর রাতে কিংবা প্রাপক জরুরী কোনো কাজে ব্যস্ত থাকলে তখন বেশ কাজে দেবে। চলুন জেনে নিই কীভাবে এই সাইলেন্ট মেসেজ পাঠানো যায়।
সাইলেন্ট মেসেজ পাঠাতে প্রথমে ব্যবহারকারীকে তার স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে টেলিগ্রাম অ্যাপটি চালু করতে হবে। এবার যাকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন তার চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। তারপর মেসেজ টাইপ করতে হবে।
এবার মেসেজ টাইপিং শেষ হলে সেন্ড বাটনটি প্রেস করে ৩ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, তাহলে দুটি অপশন দেখা যাবে। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলে নোটিফিকেশন ছাড়াই মেসেজ পাবেন প্রাপক
(সাইবার বার্তা .কম/এমআর/কম/আইআই ১৩ এপ্রিল,২০২১)