সাইবারবার্তা ডেস্ক: চলতি সপ্তাহে মাইক্রোসফট এজের নতুন ভার্সন আসছে। তার আগে কোম্পানিটি বলছে, এই ভার্সনে ব্রাউজারের গতি আগের চেয়ে বেশি হবে। ব্রাউজার টিম বিবৃতিতে জানিয়েছে, ‘উইন্ডোজ ১০-এ মাইক্রোসফট এজই হবে সবচেয়ে ভালো ব্রাউজার। ভার্সন ৯১ প্রকাশ পেলে ব্যবহারকারীরা সেটি বুঝতে পারবেন।’ দ্য ভার্জ জানিয়েছে, এতে দুটি ফিচার রাখা হচ্ছে-স্টার্টআপ বুস্ট এবং স্লিপিং ট্যাবস। ফিচারটি সুবিধা বাড়াবে।
যখন আপনি দ্রুত ব্রাউজার লোড করেন, তখন স্টার্টআপ বুস্ট অপেক্ষমাণ সময় কমিয়ে আনে। ব্যাকগ্রাউন্ডের এজ প্রসেসের একটি কোর সেটে এটি রান করা হয়। মাইক্রোসফট বলছে, এজ ব্রাউজার ওপেন থাকলে এটি অতিরিক্ত কোনো রিসোর্স যোগ করবে না। ভার্সন ৯১’র গুরুত্বপূর্ণ অংশ হবে ফিচারটি। অন্যদিকে যখন আপনি বেশি ট্যাব খুলে রাখবেন, তখন স্লিপিং ট্যাব ফিচার ‘সিস্টেম লোড’ কমাবে। খুলে রাখা ট্যাবের যেগুলো ব্যবহৃত হচ্ছে না সেগুলো থেকে লোড কমিয়ে দেবে এই ফিচার।
মাইক্রোসফটের দাবি, যত ব্রাউজার আছে তার মধ্যে ব্যাটারির চার্জ কম ফুরোনোর দিক থেকে এজ ব্রাউজার সেরা। বেশ কয়েক বছর আগে এজের সঙ্গে গুগলের ক্রোম, মজিলার ফায়ারফক্স ও অপেরা ব্রাউজার নিয়ে একটি পরীক্ষা চালায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের সারফেস বুকে ফেইসবুক, ইউটিউব, উইকিপিডিয়া ও আমাজনের মতো সাইটগুলো বিভিন্ন ব্রাউজার দিয়ে চালিয়ে এ পরীক্ষা করা হয়।
এতে দেখা যায়, এজ ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে ৭ ঘণ্টা ২২ মিনিট। সবচেয়ে খারাপ পারফরম্যান্স ক্রোম ব্রাউজারের। এই ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে মাত্র ৪ ঘণ্টা ১৯ মিনিট। ফায়ারফক্স ব্যবহারে চার্জ থাকে ৫ ঘণ্টা ৯ মিনিট আর অপেরার ব্যাটারি সেভিং মোড ব্যবহারে চার্জ থাকে ৬ ঘণ্টা ১৮ মিনিট।
(সাইবারবার্তা.কম/আইআই/৩১ মে ২০২১)