নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ৬০ সেকেন্ডের শর্ট ভিডিও শেয়ারিং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো টিকটক। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিটি ভিডিওর জন্য আরও সময় পাবেন ব্যবহারকারীরা। খবর জিএসএম এরিনা।
এক অফিশিয়াল বিবৃতিতে টিকটকের পণ্য ব্যবস্থাপক ড্রেউ কিরচহফ বলেন, ব্যবহারকারীদের সুবিধার্তে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও আপলোডের সুযোগ দিতে যাচ্ছে টিকটক। কারণ, অনেকদিন ধরেই ভিডিও নির্মাতারা দাবি করে আসছিলেন যে ভিডিও সময় বৃদ্ধি করা হোক। অন্য কনটেন্টকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পার্ট ২ দেখানোর পরিবর্তে একই ভিডিওতে সম্পন্ন করলে ভিডিওর প্রাণ ফিরে পাবে।
ইতিমধ্যেই বেশকিছু গ্রাহক ফিচারটি উপভোগ করতে পারছেন। শিগগিরই সবার জন্য ফিচারটি চালু হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।এছাড়া, ব্যবহারকারীদের অ্যাপটিতে বেশিক্ষণ ধরে রাখা যেহেতু টিকটকের অন্যতম লক্ষ্য, তাই ভিডিওর সময়সীমা বৃদ্ধি করা হলে ব্যবহারকারীরা আরও অধিকক্ষণ টিকটকে সময় ব্যয় করবেন।
(সাইবারবার্তা.কম/আইআই/৪ জুলাই ২০২১)