বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬ ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

তিন দিনের রিমান্ডে অনলাইন জুয়াড়ি চক্রের তিন সদস্য

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: নিজেদের পরিচয় গোপন করতে বিদেশি নম্বরে হোয়াটসঅ্যাপ ও ছদ্মনামে ফেসবুক ব্যবহার করে সাধারণ মানুষকে জুয়া খেলায় প্রলুব্ধ করতেন তারা। নাইন উইকেটস ফেসবুক গ্রুপের পশাপাশি দেশের জুয়াড়িদের টার্গেট করে খুলেছিলেন winpbu.com, deshikotha.com নামে দুইটি ওয়েবসাইট।

 

মঙ্গলবার রাতে জুয়াড়ি রাজধানির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের আবুনছর মোহাম্মদ আজিজউল্লাহ (৫৩), ফরহাদ রহমান (৩০) ও আজিম হীরাকে (২৮) আটক করা হয়। এরপর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতের ছাড়পত্র পেয়ে এখন তাদেররিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম।

 

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, এদের মধ্যে আবুনছর 9wickets.com-এর বাংলাদেশি সুপার এজেন্ট হিসেবে তার অধীন মাস্টার এজেন্ট ফরহাদ রহমান, স্থানীয় এজেন্ট আজিম হীরাসহ অন্যান্য মাস্টার এজেন্ট ও স্থানীয় এজেন্টদের কাছে এজেন্ট ব্যাংকিং লেনদেনের মাধ্যমে জুয়ার পয়েন্ট বিক্রি করতেন। এভাবে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। এভাবে তারা ৩ কোটির বেশি টাকা মালয়েশিয়ায় অবস্থানরত সুপার অ্যাডমিনের কাছে পাচার করেছেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ