নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: জার্মানভিত্তিক স্টার্টআপ কার্লসরুহে ইনফরমেশন টেকনোলজিকে অধিগ্রহণের পরিকল্পনা করেছে জুম। কাইটস নামেও পরিচিত স্টার্টআপটি মেশিন লার্নিংভিত্তিক রিয়েল টাইম ট্রান্সলেশন সুবিধা দিয়ে থাকে। খবর এনগ্যাজেট।
মঙ্গলবার স্টার্টআপটি কেনার পরিকল্পনার কথা জানালেও এতে কি পরিমান খরচ হবে সেটি জানায়নি জুম। তবে স্টার্টআপটি ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুমে মেশিন ট্রান্সলেশন সুবিধা যুক্ত করতে সহায়তা করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
কাইটস অধিগ্রহণের পাশাপাশি জার্মানীতে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠারও পরিকল্পনার কথা জানিয়েছে জুম। কাইটসের সাথেও ডজনখানেক গবেষক যুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।
জুমের পণ্য ও প্রকৌশল বিভাগের প্রেসিডেন্ট ভেলসামি সানকারলিনগাম বলেন, আমরা প্রতিনিয়তই আমাদের গ্রাহকদের দারুন অভিজ্ঞতা দিতে কাজ করছি এবং মিটিংকে অধিক কার্যকর করতে উন্নয়ন করছি। মেশিন ট্রান্সলেশন সুবিধাটি আমাদের প্লাটফর্মে বিশ্বব্যাপী গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে সহায়তা করবে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩০ জুন ২০২১)