:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগে ‘ক্রাইম ল্যাব বিশেষজ্ঞ’ পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে সম্প্রতি দৈনিক দিনকাল ও দ্য ডেইলি স্টার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান শাহারিয়া আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার জানানো হয়, ‘ক্রাইম ল্যাব বিশেষজ্ঞ’ পদ পূরণের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োকেমিস্ট্র/এপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগে একটি ক্রাইম ল্যাব স্থাপন করা হয়েছে। উক্ত ক্রাইম ল্যাবে দায়িত্ব পালনের জন্য গত ১ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
(সাইবারবার্তা.কম/০৫জানুয়ারি’২৫/১২৩৪)