বৃহস্পতিবার, মে ২ ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডিসলাইক গোপনের পরীক্ষায় ইউটিউব

সাইবারবার্তা ডেস্ক: আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোন ভিডিও কত ডিসলাইক পেয়েছে তা গোপন রাখতে যাচ্ছে ইউটিউব। তবে অপছন্দের এই সংখ্যা না দেখালেও ডিসলাইক বাটন আগের মতোই ব্যবহার করতে পারবেন সাবস্ক্রাইবাররা।

 

কনটেন্ট নির্মাতাদের “ভালো থাকা এবং ডিসলাইক ক্যাম্পেইনের” প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিক্রিয়া জানাতে ডিসলাইক বাটনের ব্যবহার এবং রেকমেন্ডশনের ক্ষেত্রে বাটনটির ভূমিকা আগের মতোই থাকবে। তবে শুরুতে কিছু ব্যবহারকারীর ডিসলাইক কাউন্ট দেখাবে না প্ল্যাটফর্মটি।

 

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ইউটিউবের নতুন ইন্টাফেসে ডিসলাইক বাটনে কতজন ক্লিক করেছেন তা শুধু রিয়েল টাইমে আপডেট দেখাবে না। তবে এই অপছন্দের বিষষয়টি যথারীতি জানতে পারবেন কনটেন্ট নির্মাতারা। তারা এসব তথ্য দেখতে পাবেন ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে।

 

ডিসলাইক বাটন নিয়ে ২০১৮ থেকে ভাবছে ইউটিউব। ওই বছরে তাদের বার্ষিক ‘ইউটিউব রিওয়াইন্ড’ ভিডিওটি প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিও হিসেবে নাম লেখায়। এর এক বছর পরে প্রতিষ্ঠানটি জানায়, তারা বাই ডিফল্ট রেটিং গণনা এবং বাটনটি সরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা করছে।  সৌজন্যে: ডিজিবাংলা

 

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/১ এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ