বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ডিসকর্ড কিনতে চলেছে বিল গেটসের সংস্থা

সাইবারবার্তা ডেস্ক:  বিশ্বের প্রথমসারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট একইসঙ্গে, ভয়েস চ্যাট ও ম্যাসেজিং সুবিধা প্রদানকারী অ্যাপ- ডিসকর্ড কিনে নেওয়ার কথা ভাবছে । এজন্য এক হাজার কোটি ডলারের বেশি মূল্য দিতে চাইছে কোম্পানিটি। মঙ্গলবার (২৩ মার্চ) ব্লুমবার্গ ও দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত দুটি প্রতিবেদন এব্যাপারে নিশ্চিত করে।

জানা গেছে, ইতোমধ্যেই বিক্রির ব্যাপারে মাইক্রোসফটসহ সম্ভাব্য আরও কিছু ক্রেতার সঙ্গে আলোচনা করেছে ডিসকর্ড কর্তৃপক্ষ। গত মাসে পিন্টারেস্টের নির্বাহী টোমাসজ মার্কিনোস্কি ডিসকর্ডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। তারপরেই প্রতিষ্ঠানটির বিক্রয় নিয়ে এমন খবর প্রকাশিত হলো।

এর আগে গত বছরের জুনে ১০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছিল ডিসকর্ড। ডিসেম্বর নাগাদ বিনিয়োগকারীরা অ্যাপটির বাজারমূল্য ৭শ’ কোটি ডলার অনুমান করেছিলেন। তবে এখন পর্যন্ত ডিসকর্ড ও মাইক্রোসফট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: বিজনেস ইনসাইডার।

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৪মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ