নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ছবি সংযুক্তের ক্ষেত্রে উইন্ডোজ এবং ম্যাকওএস ডেস্কটপ ক্লায়েন্টে বড় ধরণের পরিবর্তন এনেছে ডিসকর্ড। এখন থেকে সর্বোচ্চ ১০টি মিমস (ব্যাঙ্গচিত্র) পাঠাতে ও সাথে অল্টারটেক্সট যুক্ত করার সুবিধা পাওয়া যাবে। ডিসকর্ডের নতুন টুইটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ভার্জ।
যারা মূলত স্ক্রিণ রিডারের উপর ভিত্তি করে ডিসকর্ড ব্যবহার করেন তাদের জন্য বেশ সহায়ক হবে নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচার। একইসাথে সর্বোচ্চ ১০টি ছবি দেখা ও আপলোড করার সুবিধাও ব্যবহারকারীদের দারুন সুবিধা দেবে।
নতুন ফিচারের তালিকায় আরও রয়েছে ড্রাগ অ্যান্ড ড্রপের ক্ষেত্রে কীবোর্ড সুবিধা। ফলে মাউস ছাড়াই ব্যবহারকারীরা তাদের সার্ভার ও চ্যানেল সাঁজাতে পারবেন। এছাড়া যুক্ত হয়েছে টেক্সট টু স্পিস ফিচারের গতি নিয়ন্ত্রণের জন্য একটি স্লাইডার।
(সাইবারবার্তা.কম/আইআই/২১ নভেম্বর ২০২১)