বৃহস্পতিবার, জানুয়ারি ৯ ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি

ডিজিটাল মুদ্রা ‘ই-নাইরা’ চালু করছে নাইজেরিয়া

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ই-নাইরা নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি চালুর পরিকল্পনা করেছে নাইজেরিয়া। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর এই ঘোষণা দেন। খবর রয়টার্স।

 

গত ফেব্রুয়ারিতে দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যেকোনো ক্রিপ্টোকারেন্সির সাথে চুক্তি বা লেনদেন সুবিধা দিতে নিষেধাজ্ঞা দেয় নাইজেরিয়া। ধারণা করা হচ্ছে, আর্থিক ঝুঁকি এড়াতে ও নিজেদের ক্রিপ্টোকারেন্সি তৈরি করতেই নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি।

 

নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর গডউইন এমিফিলে বলেন, ই-নাইরা একটি ওয়ালেট হিসেবে পরিচালিত হবে। যেসব গ্রাহকরা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের অর্থ জমা রাখেন তারা এই ওয়ালেটের সুবিধা নিতে পারবেন।

আগামী অক্টোবরে ই-নাইরা চালু করা হবে বলে জানিয়েছেন এমিফিলে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯  জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন