নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড একটি সময়পোযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিনিয়োগ পাওয়া সহজ হবে উদ্যোক্তাদের জন্য।
৪ অক্টোবর, চ্যানেল আই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি প্রতিমন্ত্রী তার বক্তব্যে জানান, দেশের প্রতিটি মানুষ প্রতিটি খাতে আইসিটিকে ব্যবহার করছে। পিছিয়ে নেই যারা ফসল উৎপাদন করেন। একজন কৃষি উদ্যোক্তাও ইন্টারনেট ব্যবহার করে কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় সংবাদকর্মীরা এই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। অ্যাওয়ার্ডের বিজয়ী ঘোষণা করা হবে আগামী বছরের মার্চ মাসে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, স্ন্যাক কিপারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল সাত্তার এবং সিএমএসএমই উদ্যোক্তা ও উদ্যোগ উন্নয়ন উইং এর সভাপতি শাহীন আকতার রেনী।
(সাইবারবার্তা.কম/আইআই/৫ অক্টোবর ২০২১)