নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ একটি বিপ্লবের নাম। আর এই বিপ্লবের সফল নেতা হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। তিনি তাঁর মেধা এবং শ্রম দিয়ে ডিজিটাল বাংলাদেশের বিপ্লব ঘটিয়েছেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সরকারি আইসিটি পেশাজীবীদের সংগঠন ‘গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম’-এর আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সজীব ওয়াজেদ জয়ের উদ্যোগে ৩৩৩ ও ৯৯৯ এর মতো প্লাটফরমগুলোর কল্যাণে বাল্যবিয়ে ও মাদকদ্রব্য প্রতিরোধ হয়েছে। সরকারের সেবা নাগরিকের দোরগোড়ায় এমনকি তাদের হাতের মুঠোয় পৌঁছে গেছে।
পলক বলেন, প্রশাসনে আইসিটি ক্যাডার সৃষ্টি জন্য আইসিটি বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অচিরেই আইসিটি ক্যাডার গঠিত হবে। এতে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতিত্ব সিনিয়র সিস্টেম এনালিস্ট শারমিন আফরোজের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুল জব্বার খান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষার কোনো টিম মেম্বার এ এস এম হোসনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের মহাসচিব প্রকৌশলী রতন চন্দ্র পাল।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সরকার ২০১৩ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গঠন করে। এখন সকল দপ্তরের ডিজিটাল কার্যক্রমের সমন্বয় দরকার।
আইসিটি পেশাজীবীদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী দিনে প্রকৃত ডিজিটাল বাংলাদেশের সুবিধা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। আর নেতৃত্ব দিচ্ছেন আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশের কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম তার বক্তব্যে বলেন আইসিটি পেশাজীবীগণ দিনরাত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আরো উন্নততর কাজের পরিবেশ সৃষ্টির জন্য আইসিটি ক্যাডার অচিরেই গঠিত হবে।
ফোরামের সভাপতি তার বক্তব্যে আইসিটি পেশাজীবীদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
(সাইবারবার্তা.কম/আইআই/২৮ জুলাই ২০২১)