মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ডিজিটাল দুনিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্মদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

 

তবে সেসব ছাপিয়ে দিনের প্রথম প্রহর থেকেই অনলাইনে শুভেচ্ছায় ভাসছেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই নেতা।

নেত্রীর জন্মদিনের শুরুতেই ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বার্তায় তিনি লিখেছেন-“আমরা গর্বিত, কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন। যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ..
শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা.. ”

 

তবে তারও কিছুক্ষণ আগে মায়ের জন্মদিনে দলের পক্ষ থেকে নির্মিত ১১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিও বার্তা পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে ‘শেখ হাসিনা অগ্রযাত্রার অগ্রদূত’ পোস্টার শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। পোস্টে তিনি লিখেছেন, – “শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সুবিধা।”

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইল ছবি বদলে ফেলেছেন ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শেয়ার করেছেন গত বছরের জন্মদিন পালনের বেশ কিছু স্মৃতি।

জন্মদিনের বার্তায় ফেসবুক পোস্টে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রত্যাশা করেছেন- “আজকের দিনে প্রার্থনা করি যেন আমরা তার শততম জন্মদিন পালন করতে পারি এবং ওই দিন পর্যন্ত যেন আমি বেঁচে থাকি।”

 

অনলাইনের পাশাপাশি অফলাইনের অনেক শুভেচ্ছা বার্তাও ভার্চুয়াল এই প্লাটফর্মের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়। এদেরই একটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শুভেচ্ছা বার্তা। বার্তায় বলেছেন, “শেখ হাসিনা তাঁর পিতার মতোই গণমানুষের নেতা। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্র নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৮ সেপ্টেম্বর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ