মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ট্রাম্পের আশ্বাসে আমেরিকায় ফের চালু ‘টিকটক’

:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম :: আইনি নিষেধাজ্ঞা কার্যকরের আগে বন্ধ হয়ে যাওয়ার কয়েকঘণ্টা পর ফের আমেরিকায় চালু হলো ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগ  অ্যাপ ‘টিকটক’। দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটি চালু করা হয়েছে।

সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যাপটি আমেরিকায় নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে। গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে রাতে এক বিবৃতিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, যা টিকটকের সেবা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। 

অবশ্য টিকটক আগেই বলেছিল, যদি মার্কিন সরকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে হস্তক্ষেপ না করে তাহলে রোববার থেকে তারা যুক্তরাষ্ট্রে সেবা বন্ধ করতে বাধ্য হবে। 

রবিবার (১৯ জানুয়ারি) বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে ব্যবহারকারীদের বরাত দিয়ে বলা হয়, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা দেওয়া আইনটি কার্যকর হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটি চালু করবেন বলে আশাবাদী টিকটক কর্তৃপক্ষ। 

আমেরিকার নিম্নকক্ষ পরিষদ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’ এ গত বছরের মার্চে টিকটক নিষিদ্ধ করার বিলটি পাস হয়। এরপর এপ্রিলে বিতর্কিত বিলটি অনুমোদন করে সিনেট। তখন বলা হয়েছিল, এ আইনের আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে।  তা না হলে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। 

তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চীনা অ্যাপ ‘টিকটক’ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার সিনেট। টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। তার পরেই আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। 

আরও পড়ুন: 

আমেরিকায় বন্ধ হলো চায়নার ‘টিকটক’ 

আমেরিকায় টিকটক নিষিদ্ধ হলে লাভ-ক্ষতি কার

 (সাইবারবার্তা.কম/২০জানুয়ারি২০২৫/১২২৮)     

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ