নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নিজের মোটরসাইকেল আটকের পর ফেসবুকে লাইভ করে ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে ভর্ৎসনাকারী ফয়ছল কাদিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে র্যাব-৯–এর এএসপি সামিউল আলমের নেতৃত্বে একটি দল সিলেট নগরীর পীরের বাজার থেকে তাঁকে আটক করে।
আজ বুধবার দুপুরে যোগাযোগ করলে মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাঁকে পুলিশে হস্তান্তর করলে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
র্যাব-৯ সূত্র জানায়, ৯ জুলাই বিধিনিষেধ উপেক্ষা করে একটি নম্বরবিহীন মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ফয়ছল কাদির (৪০)। চালকসহ তিনজন ছিলেন মোটরসাইকেলে। কারও মাথায় হেলমেট ছিল না। অস্থায়ী নিরাপত্তাচৌকিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে সেখান থেকে ফেসবুকে ‘লাইভ’ শুরু করেন। হয়রানির অভিযোগ তুলে প্রায় আধা ঘণ্টার লাইভে তিনি ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করেন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই দিন পর ১১ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে শাহপরান থানায় মামলা করেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. নুরুল আফসার ভূঁইয়া। এই মামলার পর গা ঢাকা দিয়েছিলেন ফয়ছল কাদির।
ফয়ছল কাদির ফেসবুকের যে আইডি থেকে ঘটনাটির লাইভ দিয়েছিলেন, সেটির নাম ‘পিকে টিভি’ (পৃথিবীর কথা)। ফেসবুকভিত্তিক পেজটির তিনিই পরিচালক। আর ‘পৃথিবীর কথা’ নামের অনলাইন পোর্টালে প্রকাশক হিসেবে তাঁর নাম রয়েছে বলে র্যাব জানিয়েছে।
মামলার পরের দিন সোমবার মুঠোফোনে জানতে চাইলে ফয়ছল কাদির বলেছিলেন, তাঁর ওই লাইভ করা ভুল হয়েছে। ঘটনার দিন সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত এটি সম্প্রচার হওয়ার পর তিনি ফেসবুক থেকে অপসারণ করেছিলেন। ভিডিওটি অল্প সময়ে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ায় তিনি বিব্রত। এ জন্য ‘পিকে টিভি’ থেকে আরেকটি ‘লাইভ’ দিয়ে ঘটনার জন্য মাফ চেয়েছিলেন।
(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুলাই ২০২১)