নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নাচ-গান নয় এবার চাকরির বাজারে ঝুঁকছে ছোট ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটক। অ্যাপটিতে ভিডিও আপলোড করে ব্যবহারকারীরা চাকরি পেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্রে একটি পাইলট কর্মসূচী শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এই কর্মসূচিতে ইতোম্যধ্যেই যোগ দিয়েছে তিন ডজন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে শপিফাই, টার্গেট এবং ড্রেটয়েট পিস্টনের মতো খ্যাতনামা ব্র্যান্ডও। আগামী ৩১ জুলাই পর্যন্ত টিকটকের মাধ্যমেই এসব প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারবেন মার্কিন ব্যবহারকারীরা।
এজন্য তাদেরকে নিজের আপলোড করা ভিডিওতে হ্যাশট্যাগ টিকটক রেজুমেস ব্যবহার করতে হবে। এই প্রকল্পটি মহামারীর মন্দা সময়ে টিকটকারদেরকে ক্যারিয়ার তৈরিতে সহায়তা করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই উদ্যোগকে তারা “প্ল্যাটফর্মকে নিয়োগের চ্যানেল হিসেবে উপযোগী করে মানুষের টিকটক ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মূল্যবান করে তোলার সম্ভাবনা” হিসেবেই দেখছেন।
(সাইবারবার্তা.কম/আইআই/১০ জুলাই ২০২১)