বৃহস্পতিবার, নভেম্বর ২১ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টিকটকের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা ১০০ কোটি

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: টুইটার তাদের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ভাইন বন্ধ করেছে প্রায় পাঁচ বছর। মাত্র কয়েক বছরের ব্যবধানে একই ধরণের প্ল্যাটফর্ম ‘টিকটক’ মাসিক ১০০ কোটি সংক্রিয় গ্রাহক সংখ্যার মাইলফলক অর্জন করেছে। খবর এনগ্যাজেট।

 

সোমবার টিকটক তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে নতুন মাইলফলক অর্জনের বিষয়টি তুলে ধরেছে। নিশ্চিতভাবে বলা যায়, যেকোনো প্ল্যাটফর্মের জন্য শত কোটি গ্রাহক পাওয়া অবশ্যই বড় বিষয়।

যদিও ঠিক এক বছর আগে ট্রাম্প প্রশাসন কর্তৃক বাইটড্যান্সের এই অ্যাপটি নিষিদ্ধ করার হুমকি দেয়া হয়, তখন টিকটকের জনপ্রিয়তা আরও তুঙ্গে ছিলো। তবে বেইজিং-ভিত্তিক কোম্পানিটি আমেরিকান গ্রাহকদের কাছে কোম্পানিকে বিক্রি করেনি।

 

এছাড়া টিকটক খুব দ্রুত সময়েই তাদের এই সাফল্য অর্জন করেছে। ২০১৮ সাল থেকে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত হয়। যদিও ২০১৭ সালের প্রথমদিক থেকেই নির্ধারিত কিছু দেশে অ্যাপটি ডাউনলোড করা যেতো। শত কোটির মাইলফলক অর্জন করতে ইনস্টাগ্রামের প্রাথমিক উন্মুক্তের পর প্রায় ৮ বছর এবং ফেসবুক কর্তৃক এটি অধিগ্রহণের পর প্রায় ছয় বছর সময় লেগেছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৮ সেপ্টেম্বর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ