সাইবারবার্তা ডেস্ক: জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের ব্যবহৃত অফিসিয়াল গ্রামীণ নম্বরের মোবাইল ফোনটি ক্লোন করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র। সোমবার দুপুরে “জেলা প্রশাসক জয়পুরহাট’ নামে একটি ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলা হয়, জেলা প্রশাসকের মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারকচক্র বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারকচক্র ফোন দিলে দয়া করে নাম্বারটি জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করবেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলীসহ একাধিক কর্মকর্তার কাছে এমন ফোন এসেছে বলে সোমবার দুপুরে জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে- তারা অভিযোগ করেন। আসলে এসব ফোন কল আমার নয়।’ জানতে পেরে গ্রামীণফোনের জেলা প্রতিনিধিকে ডেকে বিষয়টি অবহিত করেছি।সৌজন্যে:ঢাকা টাইমস
(সাইবারবার্তা.কম/আইআই/২৫ মে ২০২১)