বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

জুন মাস থেকেই বন্ধ হচ্ছে গুগল ফটোজের ফ্রি সার্ভিস

সাইবারবার্তা ডেস্ক: আর মাত্র তিন দিন। এরপরই শেষ হচ্ছে বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহারের সুযোগ। জুন মাসের ১ তারিখ থেকে নির্ধারিত কোটা পার হলেই প্ল্যাটফর্মটিতে মিডিয়া ফাইল রাখার জন্য অর্থ পরিশোধ করতে হবে। এজন্য গুগল ফটোজের বিকল্প খুঁজতে শুরু করেছেন অনেকে। আসলেই কি বিকল্প এমন কোনও সেবা আছে যা গুগল ফটোজের মতো আপনাকে বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ দেবে? নাকি চোখ বন্ধ করে গুগলের নতুন নীতি মেনে নিয়ে প্রয়োজনে অর্থ পরিশোধের দিকে যাবেন?

 

প্রযুক্তিবিষয়ক সাইট এক্সডিএ ডেভেলপার্স বলছে, গুগল ফটোজ আপনার ছবি ও ভিডিওর জন্য ক্লাউড স্টোরেজের চেয়েও বেশি কিছু। এতে রয়েছে দরকারি অনেক ফিচার যেগুলোর সাহায্যে সহজেই ছবি খুঁজে বের করা, অতীতের ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে সামনে আসা, ছবি ও ভিডিও এডিটসহ অন্য অনেক সুবিধা পাওয়া যায়। সবকিছু মিলিয়ে গুগল ফটোজের বিকল্প পাওয়া কঠিন। প্রযুক্তি বিষয়ক বেশিরভাগ সাইট বলছে, গুগল ফটোজের সরাসরি বিকল্প পাওয়া অসম্ভব। তবে এর ফিচারগুলো নিয়ে আপনার আগ্রহ না থাকলে এবং মিডিয়া ফাইলের জন্য শুধুই ব্যাকআপ প্রয়োজন হলে অল্প কিছু বিকল্প পাওয়া যেতে পারে।

 

 

অ্যামাজন ফটোজ

অ্যামাজনের প্রাইম মেম্বারদের জন্য গুগল ফটোজের সর্বোত্তম বিকল্প হতে পারে অ্যামাজন ফটোজ। প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজন ফটোজে রয়েছে যত ইচ্ছা তত ‘ফুল রেজ্যুলেশনের’ ছবি এবং ৫ গিগা ভিডিও রাখার সুযোগ। তবে নন-প্রাইম মেম্বাররা বিনামূল্যে ৫ গিগা স্টোরেজ সুবিধা পাবেন। অ্যামাজনে প্রাইম মেম্বারশিপ পেতে ১০০ গিগা স্টোরেজের জন্য বছরে আপনাকে খরচ করতে হবে ২০ ডলারের মতো। অন্যদিকে গুগলেও আপনাকে সমান অর্থ ব্যয় করতে হবে। ফলে গুগল ফটোজের পরিবর্তে অ্যামাজন ফটোজ ব্যবহার করবেন কিনা তা নিয়ে ভাবতে পারেন।

 

 

মাইক্রোসফট ওয়ান-ড্রাইভ

আপনি ‘মাইক্রোসফট ৩৬৫’ সাবস্ক্রাইবার হয়ে থাকলে গুগল ফটোজের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন মাইক্রোসফট ওয়ান-ড্রাইভ। এটি ফোন থেকে ছবি স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে সিংক করতে পারে। তবে মাইক্রোসফট ওয়ান-ড্রাইভে গুগল ফটোজের মতো এতো ফিচার নেই। যেকোনও ‘মাইক্রোসফট ৩৬৫’ সাবস্ক্রাইবার ওয়ান-ড্রাইভে বিনামূল্যে ১ টেরা স্টোরেজ সুবিধা পাবেন। তবে মেম্বারশিপ না থাকলে খরচ পড়বে গুগল ফটোজের মতোই। অবশ্য মাইক্রোসফট ওয়ান-ড্রাইভে প্রত্যেক ব্যবহারকারীই বিনামূল্যে ৫ গিগা স্টোরেজ সুবিধা পাবেন।

 

 

অ্যাপল ফটোজ

আইওএস এবং ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য গুগল ফটোজের সবচেয়ে ভালো বিকল্প অ্যাপল ফটোজ। সব ব্যবহারকারীর জন্য এতে রয়েছে বিনামূল্যে ৫ গিগাবাইট স্টোরেজ সুবিধা। আর স্টোরেজ ক্রয়ে ব্যয়ের পরিমাণ গুগল ফটোজের কাছাকাছি। এতে গুগল ফটোজের মতো শক্তিশালী এবং প্রয়োজনীয় অনেক ফিচার রয়েছে। এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখতে হবে যে, অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ব্যবহারকারীদের অ্যাপল ফটোজ ব্যবহারের সুযোগ নেই।

 

 

ড্রপবক্স

গুগল ফটোজের বিকল্প হতে পারে ড্রপবক্স। এই প্ল্যাটফর্মটিতেও দারুণ কিছু ফিচার রয়েছে। তবে ড্রপবক্সে বিনামূল্যে মাত্র ২ গিগা স্টোরেজ সুবিধা পাওয়া যায়। এ কারণে অনেকে ড্রপবক্সের প্রতি আগ্রহী হয় না। এমনকি ড্রপবক্সে স্টোরেজ ক্রয় খরচ গুগল ফটোজের চেয়ে অনেক বেশি। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ফটোজের স্টোরেজ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় গুগল। তখন বলা হয়, ২০২১ সালের জুন মাস থেকে গুগল ফটোজ আর ফ্রি থাকবে না। ব্যবহারকারীদের জন্য নির্ধারিত ১৫ গিগার কোটা পূরণ হলে বাড়তি স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে হবে।

 

 

জুন মাস থেকে আপনার জন্য বরাদ্দ ১৫ গিগাবাইট স্টোরেজ কোটা ফুরিয়ে গেলে গুগল ওয়ানের স্টোরেজ কিনতে হবে। এজন্য প্রতি মাসে ১০০ গিগা স্টোরেজের জন্য গুণতে হবে ১৫০ টাকা ও ২০০ গিগা স্টোরেজ পাবেন ২৫০ টাকায়। আর ২ টেরা স্টোরেজের জন্য মাসে খরচ করতে হবে ৮০০ টাকা।

(সাইবারবার্তা.কম/আইআই/২৯ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ