সাইবারবার্তা ডেস্ক: ক্রিপ্টোকারেন্সিং মাইনিং বন্ধে চীনের চলমান কর্মসূচিতে এবার যুক্ত হলো সিচুয়ান প্রদেশ। দেশটির অন্যতম বৃহৎ মাইনিং কেন্দ্রে সকল ধরণের ক্রিপ্টোকারেন্সিং মাইনিং প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
ক্রিপ্টোমাইনিং চীনের একটি অন্যতম বৃহৎ ব্যবসা। বিশ্বব্যাপী বিটকয়েন উৎপাদনের অর্ধেকেরও বেশি চীনেই হয়ে থাকে। তবে আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে বিটকয়েন মাইনিং ও ব্যবসায় বন্ধের নানা উদ্যোগ নিয়েছে চীনের সংসদ স্টেট কাউন্সিল।
অন্যান্য জনপ্রিয় মাইনিং অঞ্চল যেমন অন্তর্দেশীয় মঙ্গোলিয়ায় অতিরিক্ত দূষণকারী উৎস যেমন কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎকে মাইনিংয়ে ব্যবহার করার দায়ে সেখানে মাইনিং নিষিদ্ধ করা হয়েছে।
সিচুয়ানের অধিকাংশ মাইনিং প্ল্যান্টে হাইড্রোপাওয়ার ব্যবহার করা হয়। ঐ অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে হাইড্রোপাওয়ার রিসোর্সের সুবিধা নিতে মাইনাররা সেখানে মাইনিং কার্যক্রম চালাচ্ছে।
সিচুয়ান প্রভিশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এবং সিচুয়ান এনার্জি ব্যুরো যৌথ নির্দেশনার মাধ্যমে রবিবারের মধ্যে সন্দেহজনক ২৬টি ক্রিপ্টোকারেন্সিং মাইনিং প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ কোম্পানিগুলোকে এই সময়ের মধ্যে মাইনিং প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য জরুরী পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্থানীয় সরকারকেও এ বিষয়ে যৌথভাবে কাজ করার, বিদ্যমান প্রকল্পগুলো বন্ধ করা ও নতুন মাইনিং প্রকল্প নিষিদ্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/২১ জুন ২০২১)