রবিবার, জানুয়ারি ৫ ২০২৫ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

চীনের শিশুদের মধ্যরাতে গেম খেলা ঠেকাতে ‘ফেসিয়াল রিকগনিশন’ চালু টেনসেন্টের

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: চীনে মধ্য রাতে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে ‘ফেসিয়াল রিকগনিশন’ চালু করছে গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট। প্রতিষ্ঠানটির নেয়া ‘মিডনাইট প্যাট্রোল’ পদক্ষেপের মাধ্যমে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত গেম খেলতে পাছেন সেখানকার অপ্রাপ্তবয়স্করা।

 

ব্যতিক্রমী এক পদক্ষেপের কারণে গেম খেলার শুরুতেই প্রত্যেক ব্যবহারকারীকে ‘ফেসিয়াল রিকগনিশন’ বা মুখচ্ছবি স্ক্যান করে নিজের বয়সের প্রমাণ দিতে হচ্ছে। ফলে যেকোনও সময় গেম খেলার সুযোগ আর পাচ্ছে না শিশুরা।

 

গেমিং জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান টেনসেন্ট ২০১৮ সাল থেকে ‘ফেসিয়াল রিকগনিশন’ নিয়ে কাজ করছে। বর্তমানে তাদের ৬০টিরও বেশি গেমে এই প্রযুক্তি কার্যকর আছে।

 

২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের গেম খেলার ওপর বিধিনিষেধ আরোপ করে চীন সরকার। কিন্তু নানা কৌশলে এসব বিধিনিষেধ অমান্য করতে শুরু করে তারা। শিশুদের এসব কৌশল রুখে দিতেই মিডনাইট প্যাট্রোল চালু করে টেনসেন্ট। তবে বিদেশি গেমারদের জন্য এটি কার্যকর হবে কিনা তা জানা যায়নি।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১০ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ