বৃহস্পতিবার, আগস্ট ২৮ ২০২৫ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চার্জার না দেয়ায় ২০ লাখ ডলার জরিমানার মুখে অ্যাপল

সাইবারবার্তা ডেস্ক:  প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে বিজ্ঞাপনে মিথ্যা তথ্য ছড়ানো, চার্জার ছাড়া ফোন বিক্রি এবং অন্যায় নীতি প্রয়োগের অপরাধে ২০ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিলের একটি ভোক্তা অধিকার সংস্থা।

জানা গেছে, সাও পাওলোর সরবরাহ করা আইফোন ১২ এর সাথে কোনো চার্জার দেয়নি অ্যাপল। প্রোকন-এসপি নামক ব্রাজিলের ক্রেতা সুরক্ষা এজেন্সি বলছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, চার্জার ছাড়া ফোন নিলে দাম কমবে কিনা। কিন্তু তারা এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। তাই এ জরিমানা ধার্য করা হয়েছে।

প্রোকন-এসপির ভাষ্য অ্যাপলকে অবশ্যই ভোক্তা অধিকারের নীতি মেনে চলতে হবে। তবে এ বিষয়ে এখনো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।  সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২২মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন