বুধবার, অক্টোবর ৩০ ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চলতি বছরে ৪০ অ্যানিমেশন মুভি ও শো উন্মোচন করবে নেটফ্লিক্স

সাইবারবার্তা ডেস্ক:  চলতি বছরের শেষ নাগাদ নেটফ্লিক্স তাদের অ্যানিমেশন সংগ্রহশালা আরও বড় করবে। টোকিওতে অনুষ্ঠিত অ্যানিমে জাপান ২০২১ এক্সপোতে স্ট্রিমিং জায়ান্টটি জানিয়েছে, চলতি বছরের মধ্যে প্রায় ৪০টি অ্যানিমে শো এবং সিনেমা উন্মোচন করা হবে।

নেটফ্লিক্সের নতুন ঘোষিত সংখ্যাটি ২০২০ সালে নতুন টাইটেলের চেয়ে দ্বিগুন। মূলত এশিয়া এবং আন্তর্জাতিক বাজার ধরতে কোম্পানির পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা এসেছে বলে ব্লমবার্গ দাবি করেছে। বর্তমানে অধিকাংশ উত্তর আমেরিকান দর্শকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন রয়েছে।

অনুষ্ঠানে নেটফ্লিক্স বেশিকিছু নতুন শো ও সিনেমার নাম প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে রাগনারক, দ্য ওয়ে অব দ্য হাউজহাজব্যান্ড ও রেসিডেন্ট ইভিল : ইনফিনিটি ডার্কনেস।

সৌজন্য:ডিজিআই বাংলা ডট টেক

(সাইবারবার্তা.কম/এমআর/জেডআই/২৮ মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ