বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

চতুর্থ শিল্প বিপ্লবে আইটি সেক্টরে প্রয়োজন হবে দক্ষ জনবল

সাইবারবার্তা ডেস্ক: ‘বাংলাদেশের যে আয়তন তা বৃদ্ধি পাচ্ছে না কিন্ত আমাদের সাইবার জগতের আয়তন বৃদ্ধি পাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় সাইবার সিকিউরিটি, সার্ভার ম্যানেজমেন্ট, ওয়েব হোস্টিং সার্ভিস এ ধরনের আইটি সেক্টরে প্রচুর দক্ষ জনবল প্রয়োজন হবে’।

 

রবিবার (৬ জুন) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘সিকিউরিটি কনসার্ন অফ সেফ ওয়েব-হোস্টিং’ শীর্ষক ওয়েবিনারে এমন আশাবাদ ব্যক্ত করেন এ সেক্টরের বক্তৃরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন। তিনি বলেন, সাইবার সিকিউরিটি সেক্টর একেবারে নতুন সেক্টর, এখানে প্রচুর লোকবল দরকার হবে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ লোকবল প্রয়োজন হবে। সরকারি-বেসরকারি প্রত্যেক প্রতিষ্ঠানে আইটি সেক্টর দেখার জন্য অনেক কর্মী দরকার হবে। এসকল সেক্টরে যদি লোকবল তৈরি করতে হয় তাহলে সরকার, ইন্ড্রাস্টি ও একাডেমিয়া সবাইকে মিলে কাজ করতে হবে।

 

দেশের তথ্য বাহিরে নিরাপদ নয় জানিয়ে সিএ অপারেশন, নিরাপত্তা ও জাতীয় ডাটা সেন্টার এর পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ক্লাউডের একটি পলিসি করেছি এবং ডেটা প্রোটেকশন অ্যাক্ট তৈরির পথে আছে। আমাদের তথ্য আমাদের দেশেই থাকবে বাহিরের কারো কাছে রাখা যাবে না। যার ফলে অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান যারা হোস্টিং সার্ভিস দিয়ে থাকে গুগলসহ তারা বাংলাদেশে আসার জন্য কার্যক্রম শুরু করেছে।

 

এ সেক্টরে দক্ষ লোকের অভাব, দক্ষ লোক পেতে হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। ইন্ড্রাস্টি সাথে একাডেমিয়া মিলে দক্ষ লোক তৈরি করতে হবে বললেন তারেক এম বরকতউল্লাহ। বেসিসের ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামান আইটির সিইও জামান খান, আইহোস্টের সিইও ইমরান হোসেন এবং ডেইলি স্টারের হেড অব আইটি লুৎফর নির্ঝর।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ