নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: চীনা রাইড হেইলিং জায়ান্ট দিদি’র ২৫টি মোবাইল অ্যাপ বিভিন্ন অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে চীনের সাইবারস্পেস প্রশাসন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কঠোরতা আরও প্রসারিত হওয়ার বার্তা দিলো এই সিদ্ধান্ত।
শুক্রবার এক বিবৃতিতে চীনের সাইবারস্পেস প্রশাসন বলেছে, প্রশ্নবিদ্ধ অ্যাপগুলো দিদি অবৈধভাবে তথ্য সংগ্রহ করার কাজে ব্যবহার করেছে এবং ওই ডেটা পরে এর ডেলিভারি পরিষেবা, ক্যামেরা ডিভাইস এবং অর্থ পরিষেবার জন্য কাজে লাগিয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
গত সপ্তাহেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিদি’র চারশ’ ৪০ কোটি ডলারের তালিকাভুক্তির মাত্র কয়েক দিনের মধ্যে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা অ্যাপ স্টোরগুলিকে দিদি’র প্রধান রাইড-হেইলিং অ্যাপটি অপসারণের নির্দেশ দেয়। জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের কথা উল্লেখ করে সংস্থাটি দিদিকে নতুন ব্যবহারকারী নিবন্ধন বন্ধ রাখতে বলেছে।
গত সপ্তাহে দিদির শেয়ার মূল্য শতকরা ৯ ভাগ বাড়লেও শুক্রবার সর্বশেষ ঘোষণার পরে চার শতাংশ পড়ে গেছে। বিদেশে তালিকাভুক্ত দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোর উপর চীনের তদন্ত শুরুর পর থেকেই তিন ধাপে দিদি প্রায় দুই হাজার একশ ৫০ কোটি ডলার বাজার মূল্য হারিয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/১১ জুলাই ২০২১)