গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) নির্মাতা এনভিডিয়ার আয় বেড়েছে ৮০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো তৈরির জন্য প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে উন্নত চিপের চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটি মুনাফা ও আয় উভয়ে প্রবৃদ্ধি দেখেছে। চিপ নির্মাতা কোম্পানিটি ২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে গত সপ্তাহে। জানুয়ারিতে শেষ হওয়া প্রান্তিকে তাদের আয় হয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলার, যা আগের প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেশি।
প্রকাশিত প্রতিবেদন বলছে, গত দুই বছরে এনভিডিয়া ওয়াল স্ট্রিটের শীর্ষস্থানীয় স্টকগুলোর মধ্যে অন্যতম ছিল। এর চিপগুলোর অদম্য চাহিদার ওপর বিনিয়োগকারীদের বাজি মার্কিন বাজারকে আরো শক্তিশালী করতে সাহায্য করেছে।
তবে গত মাসে চীনা এআই স্টার্ট-আপ ডিপসিক দাবি করে, তারা যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম উন্নত চিপে মডেল তৈরি করতে পারে। এ দাবির পর এনভিডিয়ার শেয়ারের রেকর্ড ব্রেকিং দৌড়ে কিছুটা ছেদ পড়েছে।
চিপের ভবিষ্যৎ চাহিদা নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং গত বুধবার সে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন।
তিনি জানিয়েছেন, কোম্পানির সর্বশেষ মডেলের ব্ল্যাকওয়েল চিপগুলোর জন্য অসাধারণ চাহিদা রয়েছে। বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় হুয়াং বিশেষভাবে ডিপসিকের কথা উল্লেখ করে বলেন, ‘ডিপসিকের আর১-এর মতো নতুন লজিকের মডেলগুলো আগের জেনারেশনের তুলনায় অনেক বেশি শক্তিশালী এআই চিপ ব্যবহার করে। এর আকস্মিক আবির্ভাব প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী উৎসাহ তৈরি করেছে।’ -ফাইন্যান্সিয়াল টাইমস।