:: সাইবারবার্তা ডেস্ক ::
গোমুত্রের উপকারিতার কথা বলে এবার বিতর্কের মুখে পড়েছেন ভারতের সরকারি প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজের (আইআইটি মাদ্রাজ) প্রধান ভিজিনাথন কামকোটি। তার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি তামিলনাড়ুতে গো সমরক্ষাশালায় আয়োজিত পোঙ্গলের অনুষ্ঠানে ভিজিনাথন কামকোটির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি)। তাতেই ভিজিনাথনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘গোমূত্রের নানাবিধ ওষধি গুণ রয়েছে। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক। পাশাপাশি, পাচক হিসেবেও গোমূত্রের জুড়ি মেলা ভার। গোমূত্র হজমজনিত নানা সমস্যার প্রতিকারক হিসেবে ব্যবহার করা যায়।’’ এ সবের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্যে জৈবসার ব্যবহারের উপরও জোর দিয়েছেন ভিজিনাথন।
যদিও গোমূত্র প্রসঙ্গে এই মন্তব্যের পরেই নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। ডিএমকে নেতা টিকেএস এলানগোভান কটাক্ষ করে বলেন, “এভাবেই দিনে দিনে দেশের শিক্ষার হাল কার্যত ‘নষ্ট’ করে দিচ্ছে কেন্দ্র।” তিনি বলেন, ‘‘আইআইটি তো ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। উনি আইআইটিতে কী করছেন? তাকে বরং আইআইটির বদলে এমসের ডিরেক্টর পদে বসানো হোক! তারা উত্তরপ্রদেশে বা অন্য কোথাও গিয়ে গোমূত্র নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে ঠকাতে পারেন, এখানে নয়। ওঁর মতো শিক্ষকেরা যদি ক্লাস নেন, সেটা পড়ুয়াদের জন্য দুর্ভাগ্যজনক।’’
কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমও বলেন, ‘‘আইআইটির ডিরেক্টর সিউডো-সায়েন্স চর্চা করছেন!’’ যদিও এর পরেই পাল্টা যুক্তি খাড়া করেছে বিজেপি।
বিজেপি নেতা নারায়ণ তিরুপতি বলেন, ‘‘গোমূত্র প্রাচীন কাল থেকেই ভারতে একটি ঐতিহ্যবাহী ‘ওষুধ’। অনেক ওষুধেও গোমূত্র মেশানো থাকে। আইআইটির ডিরেক্টরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষকে নিয়ে এমন মন্তব্য করা যায় না।’’ -আনন্দবাজার
(সাইবারবার্তা.কম/২১জানুয়ারি২০২৫/১১২৪)