মঙ্গলবার, সেপ্টেম্বর ৯ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গেমস খেলায় মোবাইল কেড়ে নেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বাবা-মা মোবাইল ফোন কেড়ে নেয়ায় রাজধানীর মাতয়াইলে আত্মহত্যা করেছে এক কিশোরী। তার নাম চাঁদনি আক্তার (১৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, মঙ্গলবার রাতে সুরতহালের জন্য নিহত কিশোরির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

 

তার পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে চাঁদনিকে বকা দেয় তার বাবা-মা। এতে সে অভিমান করে রাত আটটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। উদ্ধারের পর চাঁদনিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

চাঁদনির এক আত্মীয় মো. শরীফ গণমাধ্যমকে জানান, লেখাপড়ায় মনোযোগী না হয়ে মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ে চাঁদনি। এতে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় বাবা-মা। এই অভিমানে সে আত্মহত্যা করেছে। তার বাবা একজন মাছ ব্যবসায়ী।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন