নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: স্পিডটেস্ট-এর সূচক অনুযায়ী সাম্প্রতিক সময়ে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধি পাচ্ছে। গতি বৃদ্ধি পেলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির দেয়া তথ্যানুযায়ী দেশে ক্রমশ কমে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।
স্পিডটেস্টের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতি সেকেন্ডে ৩৮ দশমিক ৯৮ এমবিপিএস গতি পেয়ে থাকেন। যা জুলাই মাসে ছিল ৩৮ দশমিক ২৭ এমবিপিএস।
অপরদিকে বিটিআরসির দেয়া তথ্য বলছে জুলাইয়ের তুলনায় আগস্টে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ১৭ লাখ ২০ হাজার বৃদ্ধি পেলেও নরচর হয়নি ব্রডব্যান্ড ব্রডব্যান্ড ব্যবহারকারীদের সংখ্যা। উল্টো ব্রডব্যান্ড ইন্টারনেট পেনিট্রেশন দশমিক শূন্য এক করে কমছে। চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট পেনিট্রেশন কমেছে মোট দশমিক শূন্য ৩ শতাংশ।
খাত সংশ্লিষ্টদের ধারণা দেশে লকডাউন উঠে যাওয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেট পেনিট্রেশন কমতে পারে।
এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদ হক বলেন, ‘লকডাউনে আগে মানুষ বাসায় কাজ করতো। এখন অফিস খুলে দিচ্ছে। ফলে যারা আগে বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করতেন তাদের যেতে হচ্ছে অফিসে। ফলে অনেকেরই বাসায় আর ব্রডব্যান্ড ইন্টারনেট লাগছে না। এক্ষেত্রে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমতে পারে।’
“গত দুই তিন মাসে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায়নি।কিছুটা স্থিতিশীল রয়েছে। আমাদের ইনফো সরকার ৩ এর কাজগুলো চলমান রয়েছে। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আবার বেড়ে যাবে।”, যোগ করেন তিনি।
বিটিআরসির দেয়া তথ্যানুযায়ী আগস্ট মাস পর্যন্ত দেশে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা এক কোটি।
(সাইবারবার্তা.কম/আইআই/৬ অক্টোবর ২০২১)