সাইবারবার্তা ডেস্ক: খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি এম এ সবুর রানাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুন) খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, একই মামলায় গত ২০ এপ্রিল রাতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র খুলনা প্রতিনিধি সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করে পুলিশ। ২১ দিন কারাগারে থাকার পর তিনি উচ্চ আদালতের জামিনে মুক্ত হন। জানা যায়, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাদি হয়ে ২০ এপ্রিল ওই দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা নং-২৫।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ দেয় ওই দুই সাংবাদিক। এতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সম্মান ক্ষুন্ন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)