সাইবারবার্তা ডেস্ক: ফেসবুক মালিকানাধিন ফটোশেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম কিশোর বয়সিদের সুরক্ষায় নতুন ফিচার যোগ করেছে। এখন থেকে চাইলেই প্রাপ্তবয়স্করা কিশোর বয়সিদের ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ পাঠাতে না পারেন, সে লক্ষ্যেই নতুন এ সুরক্ষা ব্যবস্থা যোগ করছে ফটো শেয়ারিং অ্যাপটি। নতুন সুরক্ষা ব্যবস্থায় যদি কোনো কিশোরবয়সি কোনো প্রাপ্তবয়স্ককে অনুসরণ করেন, তাহলেই শুধু সরাসরি মেসেজ পাঠাতে পারবেন তিনি। তবে, অ্যাকাউন্টে সঠিক বয়স দেওয়া থাকতে হবে সুবিধাটি পেতে।
অনেক সময়ই দেখা যায় কিশোর বয়সিরা নিষেধাজ্ঞার বেড়াজাল এড়াতে ইনস্টাগ্রামে নিজেদের বয়স বাড়িয়ে দিয়ে রাখে। আবার শিশু নিপীড়করাও নিজেদের বয়স কমিয়ে দিয়ে রাখে প্ল্যাটফর্মটিতে। বয়স যাচাইয়ের চ্যালেঞ্জ সামাল দিতে ‘নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও মেশিন লার্নিং প্রযুক্তি’ তৈরি হচ্ছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। অ্যাকাউন্টধারীরা বয়সের ব্যাপারে ভুল তথ্য দিলে তা শনাক্ত করতে সাহায্য করবে এটি।
বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য অন্তত ১৩ বছর বয়স হতে হয় ব্যবহারকারীর। অল্প বয়সিরা অ্যাকাউন্ট খোলার পরপরই তা ‘প্রাইভেট’ করে রাখার অপশন দেয় ইনস্টাগ্রাম। ‘যদি কিশোর বয়সি সাইন আপের সময় ‘প্রাইভেট’ না করেন, তাহলে আমরা পরে তাদেরকে নোটিফিকেশন পাঠাই, ব্যক্তিগত অ্যাকাউন্টের সুফল উল্লেখ থাকে সেখানে এবং তাদেরকে সেটিংসে যাওয়ার কথা মনে করিয়ে দেই।’- এক ব্লগপোস্টে লিখেছে ইনস্টাগ্রাম। সৌজন্যে: যুগান্তর
(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২০মার্চ২০২১)