নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: গত মে মাসে র্যানসমওয়্যার আক্রমণে ছয় দিনের জন্য বন্ধ ছিলো কলোনিয়াল পাইপলাইন। এর কয়েক দিন পরেই সাইবার হামলার শিকার হয় খাদ্য প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠান জেবিএস ইউএসএ।
জুন মাসেও থামেনি এই হামলার ঘটনা। বরং দ্বিগুণ বেড়েছে। সাবাইর হামলায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত চারটি বড় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস এবং শারীরিক অনুশীলনের জন্য সরঞ্জাম নির্মাতা পেলোটনের মতো ‘হাই-প্রোফাইল’ কোম্পানি।
মাসের শুরুতেই ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডের দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের গ্রাহক এবং কর্মচারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে হ্যাকাররা। জুনের শুরুতে হ্যাকারদের তৎপরতায় টাচস্ক্রিন সম্পর্কিত একটি নতুন পাওয়া নিরাপত্তা হুমকির মুখোমুখি হয় পেলোটন বাইক ব্যবহারকারীরা।
আক্রান্ত হয়েছে বিশ্বের অন্যতম বড় ভিডিও গেম প্রকাশক ইলেকট্রনিক আর্টস (ইএ)। চলতি মাসের শুরুতে হ্যাকাররা প্রতিষ্ঠানটির সিস্টেমে প্রবেশ করে কোম্পানির গেমে ব্যবহৃত সোর্স কোড চুরি করেছে। ৬ জুন হ্যাকাররা ইএ থেকে প্রায় ৭৮০ গিগাবাইট ডেটা সরিয়েছে।
একইভাবে হ্যাকিংয়ের কারণে ভক্সওয়াগন ও অডির ৩০ লাখেরও বেশি গ্রাহক বা ক্রেতার মৌলিক যোগাযোগের তথ্য চুরি হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার গ্রাহকদের যোগাযোগ সংশ্লিষ্ট তথ্য ফাঁস হয়েছে এবং সেইসঙ্গে বেহাত হয়েছে কিছু ব্যক্তির ড্রাইভার্স লাইসেন্স নম্বরের মতো ব্যক্তিগত তথ্য।
(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)