বৃহস্পতিবার, নভেম্বর ২১ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এবার আইম্যাকে টাচ আইডি আনছে অ্যাপল

সাইবারবার্তা ডেস্ক:অ্যাপলের নতুন আল্ট্রা-কালারফুল আইম্যাকে ওয়্যারলেস টাচ আইডি সুবিধা থাকবে। এই টাচ আইডির মাধ্যমে ব্যবহারকারীরা আইম্যাকে লগ-ইন করা, প্রোফাইল বদলানো এবং অ্যাপল পে সেবায় কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। খবর এনগ্যাজেট।

 

 

ফিচারটি নতুন আইম্যাকের সাথে বিক্রি হতে যাওয়া ম্যাজিক কিবোর্ডের নির্ধারিত সংস্করণে বিল্ট-ইন হিসেবেই থাকবে। কিবোর্ডের উপরের সারিতে গোলাকার হিসেবে থাকবে এই টাচ আইডি, যেটি আঙ্গুলের ছাপ সনাক্ত করতে পারবে।

 

 

এর আগে আইফোন ও আইপ্যাডে টাচ আইডি সুবিধা থাকলেও, কোম্পানির ডেস্কটপ লাইনে ফিচারটি এবারই প্রথম।অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীদের ফিঙ্গারপ্রিন্ট ডেটা সুরক্ষিত রাথতে সিকিউর এনক্লেভ, এনক্রিপটেড চ্যানেলসহ ডেডিকেটেড সিকিউরিটি কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে। সহজে, দ্রুত ও নিরাপত্তার সাথে ব্যবহারকারীরা পেমেন্ট করতে পারবেন।

 

 

আগামী ৩০ এপ্রিল থেকে নতুন আইম্যাকের অর্ডার নেয়া শুরু করবে অ্যাপল, আর মে মাসের মাঝামাঝি সরবরাহ শুরু হবে। একইসাথে পাওয়া যাবে দুই সংস্করণের ম্যাজিক কিবোর্ড।

 

 

সৌজন্য: ডিজি আই বাংলা টেক

 

 

(সাইবারবার্তা .কম/এম আর/কম/আইআই  ২১ এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ