সাইবারবার্তা ডেস্ক: এপ্রিলে ৭ লাখ ইন্টারনেট সেবা গ্রহিতা এবং ৫ লাখ ৩০ হাজার সিম সংযোগ কমেছে মোবাইল ফোন অপারেটরগুলোর। অথচ চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে ৩১ লাখ ইন্টারনেট গ্রাহক বেড়েছিলো। পাশাপাশি একই সময় সিম সংযোগ বেড়েছিলো ১৩ লাখেরও বেশি। বিটিআরসির সবশেষ হিসাবে, এপ্রিল মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার । এটি মার্চে ছিলো ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার। সে হিসেবে এক মাসের ব্যবধানে গ্রাহক কমেছে ৭ লাখ ১০ হাজার।
আর সিম সংযোগের ক্ষেত্রে বিটিআরসির সবশেষ হিসেব অনুযায়ী, এপ্রিলে এই সংখ্যা ১৭ কোটি ৪১ লাখ । যা মার্চে ছিলো ১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার। ফেব্রুয়ারিতে অপারেটরগুলোর সব মিলে সংযোগ ছিলো ১৭ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার। চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস ছিলো। জানুয়ারিতে সব অপারেটর মিলে ইন্টারনেট গ্রাহক ছিলো ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার । আর ফেব্রুয়ারীতে এর সাথে যোগ হয় মাত্র ২ হাজার গ্রাহক।
(সাইবারবার্তা.কম/আইআই/৩০ মে ২০২১)