বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

একবার দেখলে হারিয়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ ভিউওয়ানস ফিচারে

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: ক্ষণস্থায়ী মেসেজিংয়ে বেশ গুরুত্ব দিচ্ছে ফেসবুক। মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে মিডিয়া ও টেক্স মেসেজ ডিলিট সুবিধার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমটি হোয়াটসঅ্যাপে একই ধরনের ফিচার চালু করছে। খবর এনগ্যাজেট।

 

বুধবার থেকে অ্যান্ড্রয়েডে অ্যাপটির বেটা টেস্টারগণ ‘ভিউ ওয়ানস’ মোড পাওয়া শুরু করেছেন। আর এই ফিচারটির চালু করে পাঠানো কোনো ছবি বা ভিডিও একবার দেখা হবে সেটি হারিয়ে যাবে।

 

নতুন ফিচারটি চালু হলে ক্যাপশন ইনপুট ফিল্ডে টাইমারের মতো একটি ডেডিকেটেড বাটন দেখা যাবে। ফিচারটিকে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপেয়ারিং মেসেজের সাথে গুলিয়ে ফেলার কারণ নেই। পূর্বের ফিচারটির মাধ্যমে পাঠানো মেসেজ এক সপ্তাহের মধ্যে ডিলিট হয়, কিন্তু ভিউ ওয়ানস মোডে মেসেজটি একবারই দেখা যায় এবং বন্ধ করার পর মেসেজটি হারিয়ে যায়।

 

যারা ভিউ ওয়ানস ফিচারটি পেয়েছেন তারা ফিচারটি না পাওয়া ব্যবহারকারীদেরও এই মেসেজ পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েডের পর আগামীতে আইওএসেও ফিচারটি চালু করা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ