নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: টিকটকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন আর গোপন নয়, বস্তুত এটি এখন উন্মুক্ত বাজারে পাওয়া যাচ্ছে। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স অনেকটা চুপিসারেই বাইটপ্লাস নামে নতুন ডিভিশন উন্মুক্ত করেছে। আর এই নতুন ডিভিশনটি রিকমেন্ডেশন অ্যালগরিদমসহ টিকটকের প্রযুক্তি বিক্রি করে থাকে।
খবরে বলা হয়, বাইটপ্লাস থেকে কম্পিউটার ভিশন প্রযুক্তি, রিয়েল-টাইম ইফেক্ট, স্বয়ংক্রিয় অনুবাদসহ অন্যান্য ফিচার কেনা যাচ্ছে। গত জুনে সিঙ্গাপুরে বাইটপ্লাসের যাত্রা শুরু হয়, তবে হংকং এবং লন্ডনে কোম্পানিটির অবস্থান রয়েছে।
নতুন কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক নিবন্ধনের প্রক্রিয়া চালাচ্ছে, যদিও এই মুহুর্তে দেশটিতে বাইটপ্লাসের অস্তিত্ব আছে কিনা সেটি নিশ্চিত নয়।
বর্তমানে বাইটপ্লাসের বেশ কয়েকটি গ্রাহক রয়েছে। আমেরিকান ফ্যাশন অ্যাপ গোট, ইন্দোনেশিয়ার অনলাইন শপিং কোম্পানি চিলিবেলি এবং ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট উইগো বাইটপ্লাসের কোড ব্যবহার করছে।
এখনই বাইটপ্লাসের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাইটড্যান্স। তবে বাজার বিশ্লেষকরা বলছেন ব্যবসায়ের জন্য বিভিন্ন ধরণের টুলস বিক্রির মাধ্যমে অ্যামাজন, মাইক্রোসফটসহ অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দিতে বাইটপ্লাস সাহায্য করবে।
(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুলাই ২০২১)