নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: বিশেষ প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে এখন আর বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হবে না। কারণ, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপস। সফটওয়্যার জায়ান্টটি বৃহস্পতিবার নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছে। খবর দ্য ভার্জ।
মাইক্রোসফট জানিয়েছে, কোনো লোডার সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপস চলবে। এসব অ্যাপস নতুন উইন্ডোজ স্টোরের মাধ্যমে অ্যামাজনের অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা যাবে।
অ্যামাজনের পাশাপাশি এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে ইন্টেল ব্রিজ প্রযুক্তি ব্যবহারে ইন্টেলের সাথেও অংশীদারিত্ব করছে সফটওয়্যার জায়ান্টটি। উইন্ডোজ সফটওয়্যারের মতোই অ্যান্ড্রয়েড অ্যাপস টাস্কবারে পিন করে রাখা বা স্ন্যাপড করা যাবে।
ম্যাকওএসে আইওএস অ্যাপ চালানোর জন্য অ্যাপলের প্রস্তুতি দেখে মাইক্রোসফট আগেভাগেই এই ফিচারটি চালু করেছে বলে মনে করছেন অনেকেই।
বর্তমানে অনেক ওয়েব সেবারই মোবাইল অ্যাপস থাকলেও জনপ্রিয় অনেক অ্যাপের ওয়েব সংস্করণ নেই। ফলে উইন্ডোজের এই ফিচারের ফলে এখন কম্পিউটার থেকেই মোবাইল অ্যাপস ব্যবহার করা যাবে সহজেই। যেহেতু হার্ডওয়্যারকে ইন্টেল ব্রিজ প্রযুক্তি সমর্থন করতে হবে তাই ঠিক কি পরিমান বিদ্যমান ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করা যাবে সেটি এখনও পরিস্কার নয়।
(সাইবারবার্তা.কম/আইআই/২৫ জুন ২০২১)