রবিবার, জানুয়ারি ৫ ২০২৫ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

ইরানের রাষ্ট্রীয় পরিবহন সেবায় সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠানের এক দিন পরই সাইবার হামলার কবলে পড়েছে ইরানের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট। দেশটির ‘মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের’ কর্মীদের কম্পিউটার সিস্টেমকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে হ্যাকাররা।

 

এতে করে অফলাইনে চলে গেছে মন্ত্রণালয়টির পোর্টাল এবং সাব-পোর্টাল সাইটগুলো। পুরো ঘটনাটিকে অবশ্য ‘সাইবার বিঘ্নতা’ আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।তবে সাইবার হামলার জন্য কারা দায়ী হতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ইরান। কোনো মুক্তিপণ দাবি করা হয়েছে কি না তা-ও এখনও জানা যায়নি।

 

ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মত জাভেদ আজারি-জাহরোমি শনিবার সতর্কতা জানিয়েছেন, কম্পিউটার সিস্টেমের ত্রুটি ঠিক না করা হলে সম্ভাব্য র‌্যানসমওয়্যার হামলার মুখে পড়তে হতে পারে। সাইবার হামলার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ইরানের রেল সেবায়। হ্যাকাররা স্টেশন বোর্ডে ভুয়া বিলম্ব নোটিশ ছড়িয়ে দিয়েছে। তবে সরকার পরিচালিত রেলওয়ে প্রতিষ্ঠান বলছে, শুধু পর্দা আক্রান্ত হয়েছে এবং ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১২ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ