সাইবারবার্তা ডেস্ক: সুপরিচিত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ‘ইমো হ্যাক’ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরে ছয় তরুণ আটক হয়েছেন। জেলার লালপুর উপজেলার মোহরকয়া গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র্যাব) নাটোর ক্যাম্পের সদস্যরা।
নাটোর র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামে পরিচালিত অভিযানে আটক তরুণেরা হলেন মো. শুভ (২০), মো. আবদুল আল মামুন (২৫), মো. রুবেল সরদার (২২), শোভন কুমার (২৩), মো. রুবেল (২৮) ও মো. শহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১১টি মুঠোফোন, ২৫টি সিম কার্ড ও চারটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
র্যাব দলের নেতৃত্ব দেন মেজর মো. সানরিয়া চৌধুরী। তিনি আটক ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ অ্যাপস ব্যবহারকারীদের নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নেন। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/১৫ জুন ২০২১)
 
								 
											 
											 Print
Print



