বৃহস্পতিবার, জানুয়ারি ৯ ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি

ইমুতে জানলেন জ্বিনের মাধ্যমে গর্ভধারণ, সাড়া দিয়ে ৩০ লাখ টাকা হাওয়া গৃহবধূর

:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম :: 

জ্বিনের মাধ্যমে গর্ভধারণের প্রলোভন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে অনলাইন প্রতারণার জালে ফেলে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল।

গ্রেপ্তার আলামিন মিয়া (৩৬) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরষপুর ইউনিয়ন পরিষদের পাইকপাড়া গ্রামের আরজু মিয়া ও আলেকজান দম্পতির ছেলে।

বুধবার সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার (৭ জানুয়ারি’২৫) সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইন প্রতারণায় সম্পৃক্ত থাকার অভিযোগে আলামিন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে (IMO) ‘জিনের মাধ্যমে কবিরাজি চিকিৎসার দ্বারা সন্তানধারণ সম্ভব’- এমন তথ্য দেখতে পান। শান্তা অনলাইনে যোগাযোগ করলে তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে যেমন “আসন বসানো,” “জিন ভোগ দেওয়া,” “চিকিৎসা খরচ” ইত্যাদির কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং জ্বিনের অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জ্বিন স্বামীসহ তাকে হত্যা করবে মর্মে ভয় দেখায়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী শান্তা গত ১৮ ডিসেম্বর রাজধানীর লালবাগ থানায় মামলা করেন (মামলা নং ১৬, ধারা: ৪০৬/৫০৬/৪২০ পেনাল কোড)।

সিআইডি সাইবার পুলিশ সেন্টার মামলাটির তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিআইডির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

(সাইবারবার্তা.কম/০৮জানুয়ারি’২৫/১৭১৫)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন