নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ই–কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করবে না দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ‘জরুরী গণবিজ্ঞপ্তি’ দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম।
সোমবার নিজে ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ওই বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আলমগীর আলম বিজ্ঞপ্তিতে বলেছেন, সুচিন্তিত পরিকল্পনায় সুদূরপ্রসারী ব্যবসায়িক সম্মৃদ্ধির নিশ্চয়তা ছাড়া এবং কোন চূড়ান্ত বিনিয়োগের আগে পূঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং পূনঃপর্যালোচনা ছাড়া কোন ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।
অন্য কোন কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার এবং অধিকার শুধুমাত্র যমুনা গ্রুপের একান্ত বিষয়, এটি কারো অনুরোধে ঢেকি গেলার বিষয় নয়। অন্য কোন কোম্পানির কোন অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোন দায় অতীতেও নেয় নি, ভবিষ্যতেও নেবে না। ইহা সর্বসাধারণের অবগতির জন্য অবহিত করা হলো।
বিজ্ঞপ্তির শুরুতে বলা হয়েছে, যমুনা গ্রুপ ব্যবসা পরিচালনায় উৎপাদনমূখী ও গঠনমূলক ব্যবসায়িক নীতিকেই গুরুত্ব দেয়, যা দেশের শিল্প অবকাঠামোগত ব্যাপকভিত্তিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদে লক্ষ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ও জীবন জীবিকার সংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।
এই ভূমিকা দেয়ার পর শেষে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্য কোনো কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার ও অধিকার শুধু যমুনা গ্রুপের একান্ত বিষয়। এটি কারও অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়। অন্য কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় অতীতে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।
এই বিজ্ঞপ্তি দেয়ার আগে বিভিন্ন স্ট্যাটাসে ইভ্যালিতি বিনেয়াগ আলোচনা নিয়ে নানা স্ট্যাটাস দিয়েছেন মোহাম্মদ আলমগীর আলম। এর একটিতে তিনি লিখেছেন- “হাজার কিংবা লক্ষ টাকার টেনশনে লক্ষ লক্ষ মানুষের রাতের ঘুম হারাম হয়েছে। হাজার কোটি টাকা লগ্নি করলে রাতের ঘুমতো যাবেই জীবনের ঘুমটাই আর নাও ভাঙতে পারে।”
অন্য স্ট্যাটাসে প্রশ্ন রেখেছেন- “আপনার টাকা আটকে আছে কোথাও, তাই কোটি টাকা দিতে হবে উদ্ধার করার জন্য?ব্যক্তিগত জীবনে আমরাও ভুক্তভোগী।কিন্তু কর্পোরেট সিদ্ধান্তে ব্যক্তিগত আবেগ প্রাধান্য পায় কি?”
“যেখানে নিজের পরিবারের লক্ষ লক্ষ টাকা মাসের পর মাস ধরে অনিশ্চয়তায় থাকে, সে প্রতিষ্ঠানে কি আপনি অন্যের কোটি কোটি টাকা ঢুকাবেন? জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল।”
এর আগে গত ২৭ আগস্ট আলমগীর আলম ফেসবুক পোস্টেই জানিয়েছিলেন, যমুনা গ্রুপের উদ্যোগে ই–ভ্যালির নিরীক্ষা চলছে। ই–ভ্যালির গ্রাহক ও ই–ভ্যালিতে পণ্য সরবরাহকারীদের পাওনা-দেনা নির্ধারিত হবে এই নিরীক্ষার মাধ্যমে। এরপর যমুনা গ্রুপ ই–ভ্যালিতে বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কথা বলবে।
আলমগীর আলম ওই ফেসবুক পোস্টে আরও বলেছিলেন, যেহেতু এখনো নিরীক্ষা কার্যক্রম শেষ হয়নি এবং এর চূড়ান্ত প্রতিবেদন এখনো যমুনা গ্রুপের হাতে আসেনি, তাই ই–ভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ আনুষ্ঠানিক বিবৃতি দিতে প্রস্তুত নয়।
(সাইবারবার্তা.কম/আইআই/৭ সেপ্টেম্বর ২০২১)