বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ইন্সট্রাগ্রাম লাইভে নিয়ে এল অনলি অডিও মোড ফিচার

সাইবারবার্তা ডেস্ক:ইনস্টাগ্রাম লাইভের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে ফেইসবুক। ওই ফিচারে ক্যামেরা বন্ধ রেখেই ‘অডিও অনলি মোডে’ লাইভস্ট্রিম করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়াও সুনির্দিষ্ট কোনো সেশন চলাকালে বন্ধ রাখা যাবে অডিও।

 

এনগ্যাজেট উল্লেখ করেছে, প্রথম ফিচারটি ক্লাবহাউসের অনুকরণে এনেছে ফেইসবুক। তবে, ইনস্টাগ্রাম লাইভের নতুন ফিচারে ক্লাবহাউসের মতো আলোচনায় যোগ দেওয়া বা নিজের কথা বলার সুযোগ নেই ব্যবহারকারীদের। যারা অডিও-অনলি সম্প্রচারের রাস্তা খুঁজছেন, তাদের জন্য এটি জরুরিও নয়।

 

 

প্রতিদ্বন্দ্বী অ্যাপের ফিচার অনুকরণ করে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসার মতো কাজ ফেইসবুক এর আগেও করেছে। উদাহরণ হিসেবে ধরা যায়, স্টোরিস ফিচারটির কথা। এ ফিচারটির সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দিয়েছিল স্ন্যাপচ্যাট। এমনকি স্ন্যাপ প্ল্যাটফর্মের জনপ্রিয় একটি ফিচার এটি।

 

 

ফেইসবুক অবশ্য স্ন্যাপচ্যাটকে কিনতে চেয়েছিল। তিনশ’ কোটি ডলার দরও হেঁকেছিল। কিন্তু স্ন্যাপ নিজেদের প্ল্যাটফর্ম বিক্রি করতে রাজি হয়নি। পরে তাদের জনপ্রিয় সেবাটির অনুকরণে স্টোরিস ফিচার নিয়ে আসে ফেইসবুক।

 

কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি নিজেদের ছোট ভিডিও তৈরির ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’ নিয়ে এসেছে। এ ফিচারটির ধারণাও তাদের নিজের নয়, টিকটকের অনুকরণে ফিচারটি তৈরি করেছে তারা।

 

 

ক্লাবহাউসের অনুকরণ অবশ্য ফেইসবুক একা করছে না। ডিসকর্ড, টুইটার, রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোও ক্লাবহাউসের অনুকরণে ফিচার আনছে।

 

 

সৌজ‌ন্যে: বিডি নিউজ ২৪

 

 

(সাইবারবার্তা.কম/আইআই/২ ই মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ