বুধবার, জুলাই ২ ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘ইনস্টাগ্রাম রিচ লিস্ট’ এর শীর্ষে রোনালদো

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: তার একটি পোস্টের দাম প্রায় ৫ কোটি ১০ লাখ রুপি। অন্যজনও কম যান না। তিনি একটি ভিডিও অথবা ছবি পোস্টের জন্য নেন ৩ কোটি রুপির কাছাকাছি। চোখধাঁধানো এই ‘পারশ্রমিক’ পেয়েই ২০২১ সালের ‘ইনস্টাগ্রাম রিচ লিস্ট’-এর প্রথম তিরিশে জায়গা করে নিলেন দুই ভারতীয়।

 

প্রথমজন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং আর দ্বিতীয়জন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ১৯ নম্বরে উঠে এসেছেন বিরাট। প্রিয়াঙ্কা রয়েছেন ২৭ নম্বরে। ‘হপারএইচকিউ’ প্রকাশিত এই তালিকায় এবছর শীর্ষে রয়েছেন পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

এক-একটি বিজ্ঞাপনী প্রচারমূলক পোস্ট থেকে তিনি আয় করেন ১২ কোটি টাকার কাছাকাছি। গত বছর শীর্ষে থাকলেও এবছর দ্বিতীয় স্থানে নেমে এসেছেন হলিউড অভিনেতা ডোয়েন ‘দ্য রক’ জনসন। তার একটি পোস্টের মূল্য সাড়ে ১১ কোটি রুপি। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার ১৩.২ কোটি। গত বছর তালিকায় ২৩ নম্বরে ছিলেন তিনি। সেখানে প্রিয়াঙ্কার ফলোয়ার সংখ্যা সাড়ে ৬ কোটির মতো। তা সত্ত্বেও আয়ের নিরিখে এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যামের মতো তারকাকে পিছনে ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ