নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: তরুণীদের টার্গেট করে ফিশিং লিংক পাঠিয়ে নিয়ে নেন ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ। তারপর স্পর্শকাতর ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন তারা। সম্প্রতি মাদারীপুর থেকে অভিযুক্ত তিন হ্যাকারকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলাটির রাজৈর ও শিবচর উপজেলা হ্যকারদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
কখনও গেমস খেলার আমন্ত্রণ, কখনও প্রতিযোগিতায় ভোট দেয়ার অনুরোধ জানিয়ে কিংবা টার্গেট ব্যক্তির নগ্ন ছবি পাওয়া গেছে- এ কথা বলে প্রতিদিনই বিভিন্ন জনকে ফিশিং লিঙ্কে ঢুকতে প্ররোচিত করছে হ্যাকাররা। সরল বিশ্বাসে কিংবা কৌতূহলের বশে ফিশিং লিঙ্কে ক্লিক করেন অনেকেই। তারপর সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিলে তা চলে যায় হ্যাকারের কাছে। অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নিয়ে স্পর্শকাতর ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আইডির মালিকের কাছে অর্থ দাবি করা হয়।
তদন্তে নেমে সংঘবদ্ধ হ্যাকার চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তিন হ্যাকারকে। একজন এসএসসি পাশ করলেও বাকি দু’জন পেরোয়নি প্রাথমিকের গণ্ডি। এলাকায় তারা মুদি দোকানি, বৈদ্যুতিক মিস্ত্রী ও তৈরি পোশাক কর্মী হিসেবে পরিচিতি। ইউটিউবে টিউটোরিয়াল দেখে হ্যাকিং শিখে দুই বছরে দুই হাজারের বেশি আইডি হ্যাক করার কথা স্বীকার করেছে তারা।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ) উপ-কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, হ্যাকাররা এ পর্যন্ত প্রায় দুই হাজারের মতো ফেসবুক আইডি হ্যাক করেছে। এসব হ্যাকাররা পরস্পরের সাথে যুক্ত এবং তারা একে অপরের পূর্বপরিচিত।
গোয়েন্দা পুলিশ বলছে, মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর উপজেলা হয়ে উঠেছে হ্যাকারদের ঘাঁটি। আগের কাজ ছেড়ে হ্যাকিংকেই পেশা হিসেবে নিচ্ছে উপজেলা দু’টির তরুণ-যুবাদের অনেকে। হ্যাকিং থেকে বাঁচতে মেসেঞ্জারে আসা লিঙ্ক ক্লিক করার আগে যাচাইয়ের পরামর্শ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের।
(সাইবারবার্তা.কম/আইআই/৪ অক্টোবর ২০২১)