নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: অগ্রযাত্রার চার বছরেরও বেশি সময় পার করেছে ইউটিউব টিভি, তবে এটি এতোদিন অন্যতম প্রধান ফিচার ‘ফোরকে স্ট্রিমিং’ সমর্থন করতো না। চলতি বছরের প্রথমদিকে এক ব্লগ পোস্টে ইউটিউব বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দেয়, অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে। খবর এনগ্যাজেট।
সোমবার থেকে ইউটিউব টিভিতে ‘ফোরকে প্লাস’ নামের একটি অ্যাড-অন যুক্ত করার সুযোগ দেয়া হচ্ছে। নামের যথার্থতা রেখেই এটি ফোরকে স্ট্রিমিং চালু করবে। তবে এজন্য গ্রাহকদের টেলিভিশন এবং স্ট্রিমিং ডিভাইস অবশ্যই ফোর স্ট্রিমিং সমর্থনযোগ্য করতে হবে।
এছাড়া নতুন এই অ্যাড-অনের মাধ্যমে ডিভিআর থেকে ফোন অথবা ট্যাবলেটে রেকডিং ডাউনলোডের সুযোগ রয়েছে। ভ্রমণকারীদের জন্য একটি সত্যিই একটি দারুন ফিচার হতে চলেছে।
বেসিক ইউটিউব টিভি প্যাকেজ একসাথে তিনটি আলাদা ডিভাইসে স্ট্রিমিং করার সুবিধা দিলেও ফোরকে প্লাস অনির্দিষ্ট সংখ্যক ডিভাইসে স্ট্রিমিং করার সুবিধা দেবে।
তবে নতুন সুবিধা যে একেবারে ফ্রিতে পাবেন তেমনটি নয়। ফোরকে প্লাস অ্যাড-অন ব্যবহার করতে হলে বিদ্যমান ইউটিউব টিভি প্যাকেজের সাথে প্রতিমাসে বাড়তি ১৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।
(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)