মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

আলফাডাঙ্গায় সেই কুখ্যাত মাদক বিক্রেতা জিহাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুখ্যাত মাদক বিক্রেতা জাহিদুল ইসলাম ওরফে জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর বাজার থেকে পুলিশ জিহাদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। জাহিদুল ইসলাম ওরফে জিহাদ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

 

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলো জিহাদ। আজ তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রসংঙ্গত, ২০১৮ সালের ১৯ আগষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলো জিহাদ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়। কিছুদিন কারাভোগের পর জিহাদ জামিনে বেরিয়ে আসে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৬ ডিসেম্বর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ