:: সাইবারবার্তা ডেস্ক :: আমেরিকার ১৭ কোটি ব্যবহারকারীকে বার্তা পাঠিয়ে কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে চায়নার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটক। দেশটির সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই নিজেদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানাল টিকটক। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যাপটি আমেরিকায় নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে।
শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে রাতে এক বিবৃতিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, যা টিকটকের সেবা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।
অবশ্য টিকটক আগেই বলেছিল, যদি মার্কিন সরকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে হস্তক্ষেপ না করে তাহলে রোববার থেকে তারা আমেরিকায় সেবা বন্ধ করতে বাধ্য হবে।
সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা দেওয়া আইনটি কার্যকর হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটি চালু করবেন বলে আশাবাদী টিকটক কর্তৃপক্ষ।
আমেরিকার নিম্নকক্ষ পরিষদ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’ এ গত বছরের মার্চে টিকটক নিষিদ্ধ করার বিলটি পাস হয়। এরপর এপ্রিলে বিতর্কিত বিলটি অনুমোদন করে সিনেট। তখন বলা হয়েছিল, এ আইনের আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে আমেরিকায় তাদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। তা না হলে আমেরিকায় এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে।
তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চীনা অ্যাপ ‘টিকটক’ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার সিনেট। টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। তার পরেই আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। -বিবিসি
(সাইবারবার্তা.কম/১৯জানুয়ারি২০২৫/১৬৫৬)