নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: আফ্রিকাতে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে গুগল। দ্রুতগতির ও কমদামে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এবং মহাদেশটির ডিজিটাল রূপান্তরে স্টার্টআপদের সহায়তা জন্য এই অর্থ খরচ করা হবে। খবর রয়টার্স।
বুধবার ভার্চুয়াল ‘আফ্রিকা ইনভেস্টমেন্ট ফান্ড’ উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেয় গুগল। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার খরচ করা হবে স্টার্টআপদের পিছনে যার মাধ্যমে স্টার্টআপগুলো কর্মী, নেটওয়ার্ক ও প্রযুক্তি সহায়তা পাবে।
আফ্রিকাতে গুগলের ব্যবস্থাপনা পরিচালক নিতিন গাজরিয়া বলেন, মূলত যেসব স্টার্টআপ ফিনটেক, ই-কমার্স এবং স্থানীয় ভাষার কনটেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে এই সহায়তা দেয়া হবে। আমরা তেমনই জায়গা খুঁজছি যেখানে গুগল কৌশলগত সহায়তা এবং স্টার্টআপদের জন্য ভালো কিছু করতে পারে।
অলাভজনক সংস্থা কিভার সাথে যৌথভাবে ঘানা, কেনিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র ব্যবসায়কে কম সুদে ১০ মিলিয়ন ডলার ঋণ দেবে যা তারা কোভিড-১৯ প্রভাব থেকে ফিরে আসতে ব্যয় করতে পারবে।
(সাইবারবার্তা.কম/আইআই/৭ অক্টোবর ২০২১)